সাবেক ফুটবলার বাদল রায় ক্যান্সারে আক্রান্ত :ক্রীড়া ডেস্ক, নতুন খবর |

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রাদল রায় ক্যান্সার আক্রান্ত হয়েছেন। দিন দিন তার শারিরিক অবস্থার অবনতি হচ্ছে। রবিবার (১৫ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দল ও মোহামেডানে বাদল রায়ের সাবেক সতীর্থ আবদুল গাফফার। আগেই মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের এক পাশ অবশ হয়ে ছিল। পেটে ব্যথাসহ নানা উপসর্গে কিছুদিন ধরে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন বাদল রায়। ডায়ালাইসিস করতে হচ্ছিল। রবিবার যকৃতে ক্যানসার ধরা পড়েছে। বর্তমানে তিনি স্টেজ-৪ এ আছেন।
সংবাদমাধ্যমকে বাদল রায়ের সাবেক সতীর্থ আবদুল গাফফার বলেন, ‘আমাদের জন্য বড় একটা ধাক্কা। অনেক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, বাদল লিভার ক্যান্সারের চতুর্থ স্তরে আছে। তারা বলেছেন এটা তার শরীরের অনেক অংশে ছড়িয়ে পড়েছে।’
তিনি আরো বলেন, ‘ডাক্তাররা তাকে বাসায় পাঠিয়ে দিতে চেয়েছিল। আমরা এবং তার স্ত্রী-সন্তানরা সম্মিলিতভাবে তাকে হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নিয়েছি। চেষ্টা করছি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার।’
বাদল রায় ৮০’র দশকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন। জাতীয় দলেও ছিলেন অধিনায়ক। খেলোয়াড়ি জীবন শেষে সংগঠক হিসবে মোহামেডানের সঙ্গে যুক্ত হন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করার পর টানা তিনবার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। অলিম্পিক অ্যাসোসিয়েশনে সহ-সভাপতি ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে আছেন তিনি।
নতুন খবর//তুম