শুরুতেই মুমিনুলের বিদায় , ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ , ক্রীড়া ডেস্ক, নতুন খবর

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের সকালেই আউট হয়ে সাজঘরে ফিরলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। এতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৫৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছে বাংলাদেশ। এতে পাকিস্তানের চেয়ে এখনও ৪৯ রানে পিছিয়ে আছে সফরকারীরা। লিটন দাস ২৮ রানে ব্যাট করছেন। তার সঙ্গে থাকা আবু জায়েদ এখনও রানের খাতা খুলতে পারেননি।
পাকিস্তানের চেয়ে ২১২ রানে পিছিয়ে থেকে রোববার ম্যাচের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা দেখে-শুনে হলেও বেশিক্ষণ ধরে রাখা যায়নি সে ধারা। দুই ওপেনারের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলকে আশা দেখাচ্ছিলেন অধিনায়ক মুমিনুল হক। তবে তৃতীয় দিনের শেষ বিকেলে পাকিস্তানের ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহর হ্যাট্রিকে ইনিংস পরাজয়ের মুখে পড়ে বাংলাদেশ।
৬ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করা বাংলাদেশ ইনিংস পরাজয় ঠেকানোর লক্ষ্যে ম্যাচের চতুর্থ দিনে সোমবার সকালে পুনরায় ব্যাট করতে নামে। তবে লক্ষ্যে স্থির থাকতে পারেননি টাইগাররা। আগের দিন ৩৭ রানে অপরাজিত থাকা টাইগার অধিনায়ক মুমিনুল এদিন আরও ৪ রান করার পরই দলীয় ১৩০ রানে শাহিন আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে গেলে দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। এরপর দলীয় ১৫৬ রানে এলবিডব্লিউ হয়ে রুবেল হোসেনও (৫) ফিরে যান।
শুক্রবার শুরু হওয়া ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনংসে ২৩৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। পরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৪৫ রান তোলে স্বাগতিক পাকিস্তান। এতে প্রথম ইনিংসে তারা ২১২ রানের লিড পায়।
নতুন খবর/ আমিন