মানিকগঞ্জে বাল্যবিবাহের দায়ে বরের জেল, মানিকগঞ্জ প্রতিনিধি, নতুন খবর

মানিকগঞ্জে বাল্যবিবাহের দায়ে বর ও বরের অভিভাবকের জেল।মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বাল্যবিবাহের দায়ে বর ও বরের অভিভাবককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় অনাদায়ে এক মাস করে কারাদণ্ড দেয়ার রায় দেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কোর্টকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাল্য বিয়েটি পণ্ড করে ওই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন– একই উপজেলার মহিষাখোলা গ্রামের মোবারক শিকদারের ছেলে রবিউল শিকদার (বর) (২২) এবং বরের অভিভাবক একই উপজেলার নজরুল ইসলাম শিকদারের ছেলে বেলায়েত শিকদার।
হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন জানান, মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়ের মা-বাবার নিকট থেকে অঙ্গীকারনামা নেয়া হয়েছে। আর বাল্যবিয়ের চেষ্টা করায় বর ও বরের অভিভাবককে ওই দণ্ড দেয়া হয়।
নতুন খবর/ এ.এম