মানারাত ইউনিভার্সিটিতে ইংলিশ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ওয়ার্কশপ , নিজস্ব প্রতিবেদক , নতুন খবর

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংলিশ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ‘থ্রাভিং স্কিল ফর ক্যারিয়ার’ শীর্ষক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনারে হলে।
ওয়ার্কশপে রিসার্চ পারসন ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক ও রিসার্চ নেক্সট লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের সিইও মো. আশিকুজ্জামান। তিনি ‘থ্রিবিং স্কিলস ফর টুয়েন্টি ফার্স্ট সেন্সুরি’ শীর্ষক আলোচনায় অংশ নেন।
এ ছাড়া অন্যদের মাঝে আলোচনা করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফসার কাইয়ুম, নাজমুল হক শিবলু ও লেকচারার আসাদ খান। তারা যথাক্রমে ‘ডেভেলপিং ইংলিশ স্কিলস ফর হায়ার এডুকেশন’, ‘বুস্টিং সেলফ কনফিডেন্স ফর শাইনিং কেরিয়ার’ ও ‘ইজি ফোনেটিকস অ্যান্ড মিউজিক্যাল মেডিটেশন’ শীর্ষক আলোচনা করেন।
দিনব্যাপী ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সনদ বিতরণ ও আমন্ত্রীত আলোচক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক মো. আশিকুজ্জামানকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের পক্ষ ক্রেস্ট প্রদান করা হয়।