ফেসবুক অস্ট্রেলিয়ায় নিউজ দেখা-শেয়ার বন্ধ করল : আন্তর্জাতিক ডেস্ক, নতুন খবর

অস্ট্রেলিয়ায় নিউজ দেখা ও শেয়ার করা বন্ধ করে দিয়েছে ফেসবুক। এই সিদ্ধান্তের আওতায় অস্ট্রেলিয়ান ফেসবুক ব্যবহারকারীরা কোনো স্থানীয় বা আন্তর্জাতিক নিউজ পড়তে বা শেয়ার করতে পারবেন না।
ফেসবুকে নিউজ কনটেন্ট শেয়ার সংক্রান্ত অস্ট্রেলীয় সরকারের প্রস্তাবিত নতুন আইনের প্রতিবাদে বুধবার এমন ঘোষণা নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ফেসবুকের দাবি অস্ট্রেলীয় সরকারের এমন আইন তাদের নীতিবহিভূর্ত।
এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, ‘প্রস্তাবিত আইনটি মূলত আমাদের প্ল্যাটফর্ম এবং প্রকাশকদের মধ্যে সম্পর্কের ভুল ধারণা দেয় যারা সংবাদ বিষয়বস্তু ভাগ করে নিতে এটি ব্যবহার করে।’
বৃহস্পতিবার বেশ কয়েকটি সরকারি স্বাস্থ্য, জরুরি অন্যান্য পেজও বন্ধ হয়ে যায়। পরে ফেসবুক জানায় যে এটা ভুল ছিল।
অস্ট্রেলিয়া সরকার বলেছে যে, এই নিষেধাজ্ঞার ফলে ফেসবুকের ‘বিশ্বাসযোগ্যতা’ হুমকির মধ্যে রয়েছে।
নতুন খবর//তুম