ফরম বিতরণ শুরু হয়েছে চট্টগ্রামে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের , চট্টগ্রাম প্রতিনিধি, নতুন খবর

আজ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে প্রার্থীদের মাঝে ফরম বিতরণ শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপির আরও অনেক নেতা-কর্মীরা।
জানা যায়, ফরম নেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত ।