প্রতিপক্ষকে গোল হজম করার সময়ই দিলো না পিএসজি , ক্রীড়া ডেস্ক ,নতুন খবর

ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে দারুণ জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। প্রতিপক্ষ দিজোঁকে তাদেরই ঘরের মাঠে ৬-১ গোলে বিধ্বস্ত করে দিলো থমাস টুখেলের দল। সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ২২ ম্যাচ অপরাজিত রইল প্যারিসের জায়ান্টরা।
ম্যাচ শুরুর ৪৭ সেকেন্ডের মাথায় ভেসলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ১৩ মিনিটে সমতায় ফেরে দিজোঁ। ব্যাস, এতটুকুই ছিল তাদের সাফল্য। এরপর টানা গোল হজম করার কষ্ট শুরু করে তারা।
৪৪ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধ শুরু হলে পঞ্চম মিনিটে হেডে ব্যবধান বাড়ান থিয়াগো সিলভা। ৫৫ মিনিটে ফরাসি স্ট্রাইকার এমবাপের ক্রস পেয়ে পাবলো সারাবিয়া স্কোরলাইন ৪-১ নিয়ে যান। এতে জয় নিশ্চিত হয় পিএসজির।
তবে গোলক্ষুধা কমেনি টুখেল শিষ্যদের। ৮৬ মিনিটে স্বাগতিক ডিফেন্ডার কাউলিবালি আরেকটি আত্মঘাতী গোল করে বসেন। ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার সারাবিয়া।
নতুন খবর/ এ.এম