পূজা চেরি এবার নিরবের নায়িকা: বিনোদন প্রতিবেদক, নতুন খবর |

দুটি ছবিকে মুক্তির অপেক্ষায় রেখে আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের ব্যস্ত নায়ক নিরব হোসেন। ছবিটির নাম ‘ক্যাশ’। এটি পরিচালনা করবেন সৈকত নাসির। এই ছবিতে প্রথমবারের মতো নিরবের নায়িকা হয়ে আসছেন ‘পোড়ামন টু’ খ্যাত পূজা চেরি।
‘ক্যাশ’-এর বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে জান্নাতুল নাঈম এভ্রিল, সাঞ্জ জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও ও জন জাহিদকে। এছাড়া ছবিতে রয়েছে আরও একটি বিশেষ নারী চরিত্র। যেটাকে আপাতত চমক হিসেবেই রাখতে চান জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির।
আগামী ৩ জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে জানিয়ে এই নির্মাতা বলেন, ‘নিরবকে নিয়ে এর আগে ‘ক্যাসিনো’ ছবিটি পরিচালনা করেছি। ফিল্ম বিষয়ে তার ধৈর্য আমাকে চরমভাবে আকর্ষণ করেছে। চমৎকার বোঝাপড়া তৈরি হয়েছে আমাদের। তার এই লেগে থাকাই একদিন সাফল্য হয়ে ধরা দেবে। এ জন্য নিরবের সঙ্গে আবার কাজ করছি।’
তিনি আরো জানান, ‘পূজা চেরির সঙ্গে এটা আমার প্রথম কাজ হতে যাচ্ছে। সে ভালো অভিনেত্রী। ‘ক্যাশ’-এর মাধ্যমে সে আবার নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ পাবে। বাকি অভিনয়শিল্পীদের চরিত্রও সমানভাবে গুরুত্বপূর্ণ। এটি নায়ক-নায়িকা নির্ভর চলচ্চিত্র নয়। আমার টার্গেট ওয়ার্ল্ড ক্লাস ছবি বানানো।’
অন্যদিকে নিরব তার নতুন ছবি সম্পর্কে কিছু বললেন না। তার জবানে শোনা গেল চলচ্চিত্রের বর্তমান সমস্যা সমাধানের কথা। নিরবের কথায়, ‘চলচ্চিত্রে সংকট সংকট বলে চিৎকার করলে সমাধান আসবে না। এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে। করোনাকালীন সময়ে আমরা যে সংকটে পড়েছি, তা থেকে উত্তরণে বেশি বেশি ছবি তৈরি হওয়া দরকার। তাই কোনো কিছু মাথায় না ভেবে কাজ করে যাচ্ছি।’
প্রসঙ্গত, সম্প্রতি শেষ হওয়া নিরবের দুটি ছবির একটি হচ্ছে ‘ক্যাসিনো’। এটিও পরিচালনা করেছেন তার নতুন ছবি ‘ক্যাশ’-এর পরিচালক সৈকত নাসির। সেখানে নিরবের বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের বাইরে গিয়ে অন্য কোনো নায়কের সঙ্গেও বুবলীর এটি প্রথম ছবি।
অন্যদিকে দ্বিতীয় ছবিতে নিরব জুটি বেঁধেছেন ঢালিউডের আরেক আলোচিত নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে। ছবিটির নাম ‘ছায়াবৃক্ষ’। সরকারি অনুদানে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। অপুর সঙ্গেও এই ছবিতে প্রথমবার কাজ করলেন নিরব। দুটি ছবিই এখন মুক্তির অপেক্ষায়।
নতুন খবর//তুম