পূজার প্রেমে হাবুডুবু খাচ্ছে সালমান, বিনোদন ডেস্ক ,নতুন খবর

স্ক্রিনে নতুনদের সঙ্গে বেশ ভালোই জমে সালমান খানের। তার হাত ধরে বলিউডে বিখ্যাত হয়েছেন বহু অভিনেত্রী। ফের একবার ‘নতুন’ একজনের সঙ্গে জুটি বাঁধছেন সালমান। সালমান খানের নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র মুখ্য নারী চরিত্রের জন্য এবার সাল্লু ভাই পছন্দ করেছেন পূজা হেগড়েকে।
দক্ষিণের জনপ্রিয় নায়িকা পূজা হেগড়ের বেলায় অবশ্য নতুন শব্দটি খুব একটা যুতসই হবে না। কেননা এর আগে দুইবার বলিউডের দুই সুপারস্টারের সঙ্গে অভিনয় করেছেন পূজা। অক্ষয় কুমারের সঙ্গে হাউজফুল-৪ আর হৃত্বিক রোশনের সঙ্গে মহেঞ্জেদারোতে দেখা গেছে পূজাকে।
কাভি ঈদ কাভি দিওয়ালি প্রযোজনা করছেন সাজিদ নাদিদওয়ালা। এর আগে হাউজফুল-৪ এ পূজা কাজ করেছেন নাদিদওয়ালার সঙ্গে। তাই ক্যামেরা সামনে পূজা যে কতটা দুর্দান্ত তা ভালোই জানেন সাজিদ। কাভি ঈদ কাভি দেওয়ালিতে সালমানের সঙ্গে পূজার জুটি যে কতটা নিখুঁত ও দুর্দান্ত হবে তা বর্ণনা করেছেন তিনি।
তিনি বলেন, স্ক্রিনের পূজার উপস্থিতি দুর্দান্ত ব্যাপার, সালমানের সঙ্গে তার দারুণ একটি জুটি হতে যাচ্ছে। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ২০২১ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।