নজরুল ইসলাম খান ১৩ দিন পর করোনামুক্ত হলেন : নিজস্ব প্রতিবেদক, নতুন খবর |

পজিটিভ রিপোর্ট পাওয়ার ১৩ দিন পর করোনামুক্ত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার সকালে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। নজরুল ইসলাম খান নিজেই করোনা নেগেটিভ আসার কথা নিশ্চিত করেছেন।
গত ৩০ নভেম্বর বিকালে বিএনপির এই নেতার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেদিনই সন্ধ্যায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
নজরুল ইসলাম খান বলেন, ‘সকালে নেগেটিভ রিপোর্ট পেলাম। চিকিৎসককে বলেছি যত দ্রুত সম্ভব আমাকে ছাড়পত্র দিলে বাসায় যাব।’
শিগগির হাসপাতাল থেকে মুক্তি পেলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় তাকে রেস্টে থাকতে হবে বলে জানান নজরুল ইসলাম খান।
নতুন খবর//তুম