চিত্র নায়িকা মাহিয়া মাহির নতুন সিনেমা ‘অফিসার’ , বিনোদন ডেস্ক, নতুন খবর

গত বছর ডি এ তায়েবের সঙ্গে জুটি বেঁধে ‘অন্ধকার জগত’ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার আবারও নতুন সিনেমায় জুটি বাঁধলেন তারা। এরই মধ্যে ‘অফিসার’ নামের সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
এটি ডি এ তায়েব নিজেই পরিচালনা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে এর দ্বিতীয় লটের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে ডি এ তায়েব বলেন, প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছি। এতে আমার বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি। আমাদের একসঙ্গে দ্বিতীয় কাজ এটি। ১০ দিন আগে সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছি।
শিগগিরই চলতি মাসে দ্বিতীয় লটের কাজ শুরু করছি। এস জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘অফিসার’ সিনেমায় আরও অভিনয় করছেন অমিত হাসান, দীপা খন্দকার, জয়রাজ, আনহা তামান্না প্রমুখ।
এটি ছাড়া নতুন আরেকটি সিনেমায় মাহি তায়েবের সঙ্গে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি। কিছুদিন আগে ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’ সিনেমায় মাহিয়া মাহি চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এই সিনেমায় তার নায়ক এখনো চূড়ান্ত হয়নি।