করোনায় আক্রান্ত আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: নিজস্ব প্রতিবেদক, নতুন খবর |

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর নিজ বাসায় আইসোলেশনে আছেন।
সোমবার সকালে তার কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসে। তিনি নিজেই ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর শারীরিকভাবে ভালো রয়েছেন। তিনি দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
গত মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সরকারি দলের বেশ কয়েকজন নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েকজন মারাও গেছেন। তবে বেশির ভাগই সুস্থ হয়ে উঠেছেন।
নতুন খবর//তুম