করোনার থাবায় মৃত্যুর সংখ্যা ৮১১ জন , আন্তর্জাতিক ডেস্ক, নতুন খবর

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না। মানুষের মাধ্যমে ছড়ানো এ ভাইরাসে চীনে প্রতিদিন গড়ে ৫০-৬০ জনের প্রাণহানি ঘটছে। ভাইরাসটির শনাক্তস্থলে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে বাসিন্দারা। কেবল তাই নয়, চীনের সীমানা পেরিয়ে ভাইরাসটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে আরও অন্তত ২৮টি দেশে।
করোনাভাইরাসের সারাবিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৩-তে। আর এতে আক্রান্ত হয়েছেন চীনের প্রায় ৩৭ হাজার ১৯৮ জন মানুষ। করোনাভাইরাসে শুধু চীনেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১১-তে। তবে আশা জাগাচ্ছেন এ রোগ থেকে সেরে ওঠা ২১৫২ জন।
রবিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এসব তথ্য জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট।
তবে আশা জাগাচ্ছে এ রোগের চিকিৎসায় বিশেষজ্ঞদের ক্রমে গড়ে ওঠা দক্ষতা। এ রোগ থেকে এখন পর্যন্ত সেরে উঠেছে ২১৫২ জন।
শেষ খবর পাওয়া পর্যন্ত চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১১ জনের মৃত্যু হয়েছে। চীনের বাইরে ২৫টির বেশি দেশে ভাইরাসে আক্রান্ত রয়েছেন তিন শতাধিক মানুষ।
গত শুক্রবার থেকে শনিবার মধ্যরাতের মধ্যে মৃত্যু হয়েছে ৮৯ জনের। এরমধ্যে ৮১ জন হুবেই প্রদেশের।
চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে শহরটির বাসিন্দাদের মৃত্যুর খবর সবচেয়ে বেশি জানা গেছে।