করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৫২৩ জনে পৌছে গেছে ,আন্তর্জাতিক ডেস্ক, নতুন খবর

চীনে প্রাণঘাতী কোনাভাইরাসে মৃতের সংখা দেড়হাজার অতিক্রম করেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৫২৩ জন। এছাড়া নতুন করে দুই হাজার ৬০০ জন আক্রান্তকে শনাক্ত করা গেছে।
চীনের স্বাস্থ্য কমিশনের তথ্য মতে, শনিবার পর্যন্ত চীনের মূলভূখণ্ডে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৫২৩ জন। এর মধ্যে করোনার উৎপত্তিস্থল হুবেই প্রদেশে শুক্রবারে মারা গেছে ১৩৯ জন। বর্তমানে এ মরণব্যাধিতে মোট আক্রান্তের পরিমাণ ৬৬ হাজার ৪৯২ জন।
চীনা স্বাস্থ্য কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা লিয়াং ওয়ানিয়ান একটি সংবাদ সম্মেলনে বলেন, সরকার উহানে ভাইরাসের বিস্তারকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৃত্যুর হার কমানো এবং সংক্রমণের হার হ্রাস করার বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করেছে কমিশন।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের উহানের একটি স্থানীয় বাজার থেকে ভাইরাসটির উৎপত্তি হয় বলে ধারণা করা হচ্ছে। এর প্রধান উপসর্গগুলো হল, জ্বর, সর্দি, শুকনো কাশি ও শ্বাসকষ্ট।
নতুন খবর/ এ.এম