আজ হেলিকপ্টারে সফিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী , নিজস্ব প্রতিবেদক ,নতুন খবর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সফিপুরের উদ্দেশে যাত্রা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল সাড়ে ১০টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শেষ করে দুপুর সোয়া ১টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর বিকেলে সাড়ে ৪টায় সংসদ অধিবেশনে যোগদান করবেন তিনি।