অ্যাতলেটিকোকে হারালো রিয়াল মাদ্রিদ ডার্বিতে ক্রীড়া ডেস্ক, নতুন খবর |

শীর্ষস্থান মজবুত করলো রিয়াল
মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকোকে ১-০ গোল হারিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান মজবুত করেছে রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে বলের দখলে পিছিয়ে থাকলেও প্রথমার্ধে জিদান শিষ্যদের আটকে রাখতে সমর্থ হয় সিমিওনের শিষ্যরা।
তবে দ্বিতীয়ার্ধে আর পারেনি। ৫৬ মিনিটে ফারল্যান্ড মেন্ডির ক্রস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজিমা। এ জয়ে ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে বার্সা থেকে ৬ পয়েন্ট এগিয়ে রিয়াল মাদ্রিদ।
এদিকে ব্যবধান কমানোর মিশনে, রাতে লেভান্তের মুখোমুখি হবে বার্সেলোনা। ক্যাম্প ন্যু’তে খেলাটি শুরু হবে রাত দুটোয়। ২১ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্লগ্রানরা। নতুন কোচের অধীনে যথার্থ দলীয় সমন্বয় খুঁজে পাওয়া আসল লক্ষ্য মেসি-গ্রিজম্যানদের।
নতুন খবর/তুম