অবশেষে নাস্তিকের সাথে মেহেজাবিনের প্রেম ,বিনোদন ডেস্ক ,নতুন খবর

মেহেজাবিন নাস্তিক ছেলের সাথে প্রেম করছেন ঠিকই তবে তা বাস্তবে নয়। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত এই নাটকের নাম ‘রেহনুমা’। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী ও তৌসিফ মাহবুব।
নির্মাতা ভিকি জাহেদের লেখা চিত্রনাট্যে দেখা যাবে, একজন আস্তিক মেয়ে ও আরেকজন নাস্তিক ছেলের মধ্যকার প্রেম ও বিশ্বাস-অবিশ্বাসের অনবদ্য এক গল্প।
‘রেহনুমা’ নির্মাণ প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, মানুষ কিছু কাজ করে শিল্প বিবেচনা করে, কিছু করে বাণিজ্যের ভাবনা থেকে। আর কিছু কাজ করে একান্তই নিজের জন্য। ‘রেহনুমা’ আমার তেমনই একটি কাজ, যেটিকে আমি হৃদয়ে ধারণ করছি বহুদিন।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্রে জানা গেছে, বিশেষ এই নাটকটি ১৫ ফেব্রুয়ারি বেলা ১২টায় উন্মুক্ত করা হবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
নতুন খবর/ আপন