অনুদানের ছবিতে বাধা – গলুই” এর প্রদর্শনী বন্ধ

শত বছর পুরনো আইন দেখিয়ে’ সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র “গলুই” এর প্রদর্শনী বন্ধ করে দিলেন জামালপুরের ডিসি। বিষয়টি কি শুধুই আইনের দোহাই নাকি অন্য কিছু? যেখানে জামালপুরের প্রত্যেকটা অডিটোরিয়ামে গলুইয়ের শো হাউজফুল যাচ্ছে ঈদের দিন থেকে, সেখানে আইনের দোহাই দিয়ে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করে দেয়া, বিষয়টি দর্শক কোন দৃষ্টিতে দেখবে!
সরকারি অনুদানের ছবিতেই যদি এতো বাধা বিপত্তি দেখা যায় তাহলে সাধারণ প্রযোজকগণ কিভাবে যেসব জেলায় সিনেমাহল নেই সেসকল জেলায় সিনেমা প্রদর্শন করবে?