সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

সিলেট টেস্টে দুজনের অভিষেক!


দেশের অধিকাংশ শহরের মতো সিলেটের আকাশে মেঘের ঘোনঘাটা। কাজেই উইকেট এবং কন্ডিশন পেসারদের অনুকূলে থাকার সম্ভাবনা বেশি। এই চিন্তা থেকে আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের জন্য পেস সমৃদ্ধ একাদশ সাজানোর ভাবনা বাংলাদেশের। এই ভাবনার সঠিক বাস্তবায়ন হলেও অভিষেক হতে পারে দুই পেসারের। এমনতাই ইঙ্গিত দিয়েছে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

যদিও ইনুজির আর অতিরিক্ত ক্রিকেটের কারণে ক্লান্ত পেসাররা। টেস্ট দলে থাকলেও ওয়ানডে সিরিজের পর ছুটি দেওয়া হয় শরীফুল ইসলামকে। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের আগে দলের সঙ্গে করেননি অনুশীলন। তাই তার খেলার সম্ভাবনা নেই বলে মনে করছেন দলের প্রধান কোচ।

শরীফুর ইস্যুতে হাথুরুসিংহে বলেন, ‘শরীফুল ঠিক আছে। সে অনেক বেশি সাদা বলের ক্রিকেট খেলেছে। তাই আমরা তাকে ছুটি দিয়েছি। তার বোলিং করার দরকার নেই। কারণ সে অনেক বোলিং করেছে। সে খেলার জন্য প্রস্তুত।’

কজন পেসার নিয়ে একাদশ গঠন করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে লঙ্কান এই কোচ বলেন, ‘যারা আছে তাদের মধ্যে হয়তো ৩ জন বা ২ জন খেলতে পারে।’
টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাহিদ রানা। আর মুশফির হাসানও রয়েছেন অভিষেকের অপেক্ষায়। এ দুজনের বিষয়ে টাইগারদের প্রধান কোচ বলেন, ‘দুজনই বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় খেলোয়াড়। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন। আমরা দেখেছি ওরা কত জোরে বল করতে পারে। দুজনই তরুণ ও শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দুজনেরই শুরুটা ভালো হয়েছে। হ্যাঁ, আমি খুবই রোমাঞ্চিত। দুজনের একজনের এই ম্যাচে খেলার সম্ভাবনা দেখছি, হতে পারে দুজনই খেলবেন।’

সিলেটের কন্ডিশনের চাহিদাও এমনই বলে মনে করেছেন হাথুরুসিংহে, ‘নিউজিল্যান্ড টেস্টের তুলনায় উইকেট কিছুটা ভিন্ন। নিউজিল্যান্ড টেস্টে এত ঘাস ছিল না। এই টেস্টে আছে। আবহাওয়ারও একটা ভূমিকা থাকবে। প্রতিপক্ষ ও কন্ডিশনের এ বিষয়গুলো বিবেচনায় রাখলে এই টেস্টের চ্যালেঞ্জটাকে বড় মনে হবে। তবে নিউজিল্যান্ড সিরিজও চ্যালেঞ্জিং ছিল। আমাদের ওদের হারাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে।’

আঙুলের চোটের কারণে টেস্ট স্কোয়াড থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। অথচ গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে স্মরণীয় টেস্ট জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। মুশফিকের না থাকায় আক্ষেপ থাকলেও তারুণদের ওপর আস্থা রাখছেন টাইগারদের হেড কোচ।

তিনি বলেন, ‘মুশির (মুশফিক) অভিজ্ঞতা আমরা মিস করব। এই ধরনের অভিজ্ঞতার বিকল্প খুঁজে বের করা খুবই কঠিন। একই সঙ্গে আমাদের তরুণ খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। হৃদয় দলে যোগ দিয়েছে। দুজন তরুণ ব্যাটসম্যান আছে দলে, দিপু (শাহাদাত হোসেন) এবং সাদমান (ইসলাম)। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য রোমাঞ্চকর সময়। আমি তাদের বলব, এই সুযোগগুলো যেন ওরা দু’হাতে লুফে নেয়।’

টেস্ট সিরিজ

সর্বশেষ

1

শ্রীলঙ্কার সঙ্গে খারাপ করেও কোটি টাকা পাচ্ছেন শান্তরা

2

খুলনায় পাটকলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

3

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ : নতুন করে বিলিয়নিয়ার হয়েছেন ১৪১ জন

4

ব্যাংকঋণের সুদহার আরও বেড়ে ১৪% ছাড়িয়েছে

5

Allah Hoo Allah Hoo | Faslon Ko Takalluf

6

এসিআই মোটরস লিমিটেডে চাকরি, বেতন ৬৫ হাজার

7

দিল্লীর বিপক্ষে আজ থাকবেন তো মুস্তাফিজ?

8

তিন জনে ধরতে পারলেন না এক ক্যাচ!

9

সূরা আর-রহমান

10

পণ্য-পুণ্যে রাজনীতির লেআউট

11

রোজা রেখে নিজের বীরত্ব দেখালেন মুসলিম নারী

12

‘সংগীতই আমার প্রধান পরিচয়’

13

বিরোধিতার আড়ালে ইসরায়েলকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

14

চলতি বছর বাংলাদেশ ব্যাংকে বিনিময় হচ্ছে না নতুন টাকা

15

উচ্চমূল্যের প্রতিবাদে সামাজিক মাধ্যমে গরুর মাংস বয়কটের ডাক!

16

তিন মাসে ৪শত কোটি টাকা উধাও

17

সাকিব ফেরায় যে সুবিধা পাবে বাংলাদেশ?

18

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

19

সাকিব ফেরায় যে সুবিধা পাবে বাংলাদেশ?

20

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক মোঃ সাদিকুর রহমান বকুল

খ-২০৬ -১ মেরুল বাড্ডা ঢাকা ১২১২
ফোন : অফিস যোগাযোগ, ০১৭৯৬৩০৪০৩৮ ।
ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১৬১000, । ই-মেইল: info@notunkhobor.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: ০১৭৯৬৩০৪০৩৮, । ই-মেইল: advertise@notunkhobor.com
সার্কুলেশন : ফোন: ।

| নিউজলেটার

নতুন খবর থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।