৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ১৮তম পর্বে মানসিক দক্ষতা বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ওই বছরের ১ অক্টোবর কী বার ছিল?
ক. বুধবার
খ. বৃহস্পতিবার
গ. শুক্রবার
ঘ. শনিবার

২. গাছের একটি সারিতে যেকোনো প্রান্ত থেকে একটি গাছ পঞ্চম। এই সারিতে কতটি গাছ আছে?
ক. ৮টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১১টি
৩. কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কী করবেন?
ক. ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
খ. বিয়েবাড়ি ছেড়ে চলে যাবেন
গ. পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
ঘ. আপনার কাছাকাছি যারা আছেন, তাদের পরামর্শ নেবেন
৪. ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন ‘আগামীকাল’। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
ক. ৭
খ. ৮
গ. ৯
ঘ. ১০
৫. সৈয়দপুরের সঙ্গে রেলওয়ে ওয়ার্কশপ যেভাবে সম্পর্কিত, খুলনার সঙ্গে তেমনভাবে কোনটি সম্পর্কিত?
ক. বিভাগীয় শহর
খ. শিপইয়ার্ড
গ. সমুদ্রবন্দর
ঘ. নদীবন্দর
৬. রাস্তা ভাঙার কাজে ব্যবহৃত হাইড্রলিক যন্ত্রে ব্যবহার করা হয়...।
ক. বাতাস
খ. বিদ্যুৎ
গ. তৈল
ঘ. পানি
৭. বিষণ্নতা: অতীত:: ভবিষ্যৎ?
ক. দুঃখ
খ. শোক
গ. অনুশোচনা
ঘ. উদ্বেগ
৮. ‘Many people suffer...sexual dysfunction due to myths.’—এই বাক্যে কোন Prepsition-টি সঠিক?
ক. with
খ. from
গ. by
ঘ. for
৯. একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রুড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রুকে কাঠবোর্ডের ভেতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
ক. মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘোরাতে হবে
খ. দুটিকে একইসংখ্যক বার ঘোরাতে হবে
গ. চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘোরাতে হবে
ঘ. কোনোটাই নয়
১০. কোনটি ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব?
ক. টীকাদান কর্মসূচি
খ. সচেতনতা
গ. পুষ্টিকর খাদ্য
ঘ. অর্থ