যেনতেন বিয়ে তো নয়! বিশ্বের সবচেয়ে ধনীদের একজন—মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্–বিবাহ আনুষ্ঠানিকতা চলছে গুজরাটের জামনগরে। হলিউড–বলিউড তারকা থেকে শুরু করে বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো ধনকুবেররাও সেখানে ভিড় করেছেন। স্বাভাবিকভাবে এখন ‘ট্রেন্ডিং’–এ আছে তাই জামনগর।
১ থেকে ৩ মার্চ চলবে বিয়ে পূর্ববর্তী আয়োজন। সে আয়োজনের ছবিই ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তা এত বড় আয়োজনে খাবারদাবার কী থাকছে? টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ‘প্রি–ওয়েডিং’ অনুষ্ঠানে ১ হাজার অতিথির জন্য রান্না করছেন ২১ জন শেফ। ২০ জন নারী, আর একজন পুরুষ। তাঁরা এসেছেন ভারতের ইন্দোরের জারদিন হোটেল থেকে। অতিথিদের পাতে সেরা খাবারটা তুলে দিতে যথাসাধ্য চেষ্টা করছে শেফের দল।