সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

অনিয়মের অভিযোগে বন্ধ ৮২ লাখ টাকার সড়ক

অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ এলাকায় স্থানীয়দের বাধার মুখে পড়ে বন্ধ হয়ে যায় সড়কটির নির্মাণকাজ। নিম্নমানের ইটের ডাস্টযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগে গত এক বছর ধরে ৮২ লাখ টাকার ৭৫০ মিটার সড়কটির কাজ মুখ থুবড়ে পড়ে রয়েছে। সরকারিভাবে বেঁধে দেওয়া ৩ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এক বছরেও তৈরি হয়নি সড়কটি। এ নিয়ে সড়কটিতে যত্রতত্রভাবে খোয়া ফেলে রাখা এবং দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বর্তমান ঠিকাদারকে বাদ দিয়ে নতুন ঠিকাদার দিয়ে মানসম্মত সড়ক তৈরির জোরালো দাবি জানিয়েছেন।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামের পোনে ৭৫০ মিটার কাঁচা রাস্তা পাকা করার জন্য আইআরডিপির আওতায় ২০২২-২৩ অর্থবছরে ৮২ লাখ ৫৫ হাজার ৯৮৩ টাকা বরাদ্দ পান সিরাজগঞ্জের তালুকদার এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান।

শুক্রবার (২৯ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তায় যে খোয়া দেওয়া হয়েছে সেগুলো নিম্নমানের ইটের ডাস্টযুক্ত খোয়া। যত্রতত্র খোয়া ফেলে রাখায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের হাঁটা চলা কঠিন হয়ে পড়েছে। কোনো ভ্যান-রিকশা গেলেই সেগুলো ভেঙে গুঁড়া হয়ে যাচ্ছে। বেশকিছু জায়গায় পুড়ে যাওয়া ফাঁপা ইটের খোয়াও দেখা গেছে। এছাড়া এসব ইটের খোয়ার আকার সর্বোচ্চ দেড় ইঞ্চি মাপের হওয়ার নিয়ম থাকলেও রাস্তার বেশির ভাগ অংশে বড় বড় খোয়া। বেশ কিছু স্থানে রাস্তার পাশে খালের কিনারা দিয়ে ব্লক নির্মাণের কথা থাকলেও ব্লক না দিয়ে সড়কের গাইড লাইন করায় অনেক জায়গায় গাইড লাইন ভেঙে গেছে।

স্থানীয় বাসিন্দা মজিবুর মন্ডল এবং উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা বলেন, সড়ক তৈরিতে নিম্নমানের সামগ্রী ফেলায় আমরা কর্তৃপক্ষকে অবহিত করলে তারা এই নিম্নমানের সামগ্রী ঠিকাদারকে তুলে নিতে বলেছে। কিন্তু দুঃখের বিষয় এক বছর পার হয়ে গেছে অথচ এখনো নিম্নমানের সামগ্রী তোলা হচ্ছে না এবং ঠিকাদারেরও কোনো খোঁজখবর দেখা যাচ্ছে না।
এ ব্যাপারে ঠিকাদার সাজ্জাদ হোসেন বলেন, সড়কটিতে আমার অজান্তে কিছু নিম্নমানের সামগ্রী পড়েছে। এজন্যই সড়কটির কাজ বন্ধ। আমার আরও বেশ কয়েকটি জায়গায় কাজ চলছে। সেই কাজ শেষ হলে এই সড়কটি থেকে নিম্নমানের সামগ্রী তুলে ভালো মানের সামগ্রী ফেলে দ্রুতই কাজ সম্পন্ন করা হবে।

কামারখন্দ উপজেলা প্রধান প্রকৌশলী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, অনিয়মের অভিযোগে এই নতুন সড়কের কাজটি বন্ধ হয়ে রয়েছে। নিম্নমানের সামগ্রী তুলে ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করতে বলা হয়েছে। কিন্তু বছর পার হলেও ঠিকাদার কাজ করছে না। আমরা বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও কাজ শুরু হচ্ছে না। এখন এই ঠিকাদারকে বাতিল করার জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

বিষয়টি নিয়ে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, আমি সম্ভবত সড়কটি দেখতে গিয়েছিলাম। নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ করে দিয়েছি। নিম্নমানের সামগ্রী অপসারণ করে ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করে দেওয়ার কথা। এতদিনেও কেন কাজ হয়নি বিষয়টি আমি দেখছি।

সর্বশেষ

1

বাড়ল সয়াবিন তেলের দাম

2

শান্তর ডাকে কি ফিরবেন তামিম?

3

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ : নিহত বেড়ে ১৩

4

কত মুক্তিপণে ছাড়া পেলেন ২৩ নাবিক?

5

ইসরায়েলকে বাঁচাতে চীনের হাতে-পায়ে ধরেছে যুক্তরাষ্ট্র

6

দেশে দুর্ভিক্ষ সম্প্রসারিত হচ্ছে : রিজভী

7

সীমান্তে আরেক শহরের পতন, বড় পরাজয়ের মুখে মিয়ানমারের জান্তা

8

কুকি-চিন নিয়ে বিএনপি ইস্যু খুঁজছে : ওবায়দুল কাদের

9

৭ মামলায় নাম নেই কেএনএফ সদস্যদের

10

মসজিদে নববীতে নামাজ আদায় করলেন ২ কোটির বেশি মুসল্লি

11

রাজশাহীতে প্লাস্টিকের গোডাউনে আগুন

12

যেভাবে মুসলিম স্বামীর পাশে দাঁড়ালেন খ্রিষ্টান স্ত্রী

13

সেচের ১ হাজার টাকার জন্য জমিতেই কৃষককে হত্যা

14

পাহাড় কাটার খবরে অভিযান, বন কর্মকর্তাকে হত্যা

15

১৫ এপ্রিলের ট্রেনের ফিরতি টিকিট পাওয়া যাচ্ছে আজ

16

কঠোর নজরদারির মধ্যেও বিনা টিকিটে ট্রেনে উঠছেন যাত্রীরা

17

উত্তপ্ত পরিস্থিতি, বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

18

আমরা পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছি : ড. ইউনূস

19

ঈদযাত্রায় মোটরসাইকেল চলবে কি না জানাল বিআরটিএ

20

বন ও পাহাড় রক্ষায় রাজধানীতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক মোঃ সাদিকুর রহমান বকুল

খ-২০৬ -১ মেরুল বাড্ডা ঢাকা ১২১২
ফোন : অফিস যোগাযোগ, ০১৭৯৬৩০৪০৩৮ ।
ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১৬১000, । ই-মেইল: info@notunkhobor.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: ০১৭৯৬৩০৪০৩৮, । ই-মেইল: advertise@notunkhobor.com
সার্কুলেশন : ফোন: ।

| নিউজলেটার

নতুন খবর থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।