নড়াইলে ২৪ ঘন্টা অভিযানে চালিয়ে তিন মাদক ব্যবসায়ীসহ ২৪ জন গ্রেফতার
নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে তিন মাদক ব্যবসায়ীসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল (শনিবার) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তিন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪৭ পিচ ইয়াবা ও ৭০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। নড়াইল জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, আটককৃত তিন মাদক ব্যবসায়ীসহ ২৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। আটককৃত সকলের (২৪ জনের) নামে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ আছে। তিনি আরও জানান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, মাদক দমনে আমরা সর্বদা তৎপর। নড়াইল গোয়েন্দা শাখার চৌকশ টিমের সকল সদস্য সর্বদা গোপন সংবাদ সংগ্রহ ও অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের আটক করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সেই সাথে তিনি নড়াইলবাসীকে মাদক ও মাদকব্যবসায়ীদের সান্নিধ্য থেকে দূরে থাকার আহ্বান জানান।#
নতুনখবর/সোআ