বাংলাদেশ – ভারত দু’দেশের এক আত্মা নীলফামারী ভারতীয় সহকারী হাই কমিশনার
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ-ভারত দুটি দেশ এক আত্মা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিসেনাদের পাশাপাশি ভারতীয় সেনারা জীবন দিয়েছিল এদেশের মানুষের স্বাধীনতার জন্য। নীলফামারীর জলঢাকায় রোববার উপজেলার বালাগ্রাম ও কৈমারী ইউনিয়নে বিভিন্ন মন্দির ও শ্মশান পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সভায় উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্রোপাধ্যায়। এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আদালত সিনিয়র প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, সহকারী হাই কমিশনার পতœী ড. পত্রালিকা চট্রোপাধ্যায়, উপজেলা আ.লীগ সভাপতি আনছার আলী মিন্টু, সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ- খ্রীস্টান ঐক্য পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি নির্মলেন্দু রায়, সহযোগী অধ্যাপক ধনেস্বর রায়, যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর প্রমুখ। পরে বিকেলে নীলফামারী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে সৌজন্য মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় তিস্তা চুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সহকারী হাইকমিশনার বলেন, এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। যা বলার দুই দেশের প্রধানমন্ত্রীই বলে দিয়েছেন।
নতুনখবর/সোআ